ক. জননিরাপত্তা মূলক কাজে সরকার বা সরকারের অধিন কোন কর্তৃপক্ষকে সহায়তা প্রদান।
খ. দেশে আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত কোন জনকল্যান মূলক কাজে অংশ গ্রহন করা।
গ. ব্যাটালিয়ন আনসার ও সাধারন আনসার আইনের উপরোক্ত বিধানের সামগ্রিকতাকে ক্ষুন্ন না করে সরকার কর্তৃক নির্দেশিত হয়ে স্থল, নৌ, বিমান, পুলিশ, বিজিবিকে সহায়তা ও সাহায্য প্রদান।
জেলা কমান্ড্যান্টের কার্যালয়,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাজবাড়ী এর মাধ্যমে রাজবাড়ী জেলার অধিবাসীদের নিন্মোক্ত সেবাসমুহ প্রদান করা হয়...
১। প্রতিবছর ২ ধাপে সাধারন আনসার মৌলিক প্রশিক্ষনে প্রেরন করা হয় । সফলভাবে এ প্রশিক্ষন সমাপ্তকারীগন দেশের বিভিন্ন জেলায় অঙ্গীভূত আনসার হিসেবে চাকুরী করার সুযোগ পেয়ে থাকেন ।
২। এ কার্যালয়ের মাধ্যমে ব্যাটালিয়ন আনসারগন জেলার আইন শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত অংশগ্রহন করে থাকেন ।
৩। রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় প্রতিবছর একাধিক গ্রামে ‘‘গ্রামভিত্তিক অস্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন” প্রদান করা হয় ।এর মাধ্যমে প্রতি গ্রামে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাকে ভিডিপি প্লাটুনভুক্ত করা হয় । এ ধরনের সনদপ্রাপ্ত সদস্য/সদস্যাগন সরকারি চাকুরীর ক্ষেত্রে ১০% কোঠা সুবিধা পেয়ে থাকেন এবং তাদের এ কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষনে প্রেরনের মাধ্যমে স্ববলম্বী করে তোলা হয় ।
৪। প্রতিবছর ৪ ধাপে মোট ৬৪ জন পুরুষ ও মহিলাকে ৪২ দিন মেয়াদী থাকা-খাওয়াসহ সম্পূর্ণ ফ্রি কম্পিউটার কোর্স করানো হয় ।এছাড়া রাজবাড়ী ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে ০৬ ধাপে মোট ১৪৪ জনকে ফ্রি ‘’মোবাইল ফোন সেট মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষন’’ প্রদান করা হয় ।
৫। প্রতিবছর ২ ধাপে মোট ৪০ জন পুরুষ ও ২৫ জন মহিলাকে ফ্রি থাকা খাওয়াসহ ২১ দিন মেয়াদী ‘’অস্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষন” প্রদান করা হয় । এছাড়া ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা/দলনেত্রী প্রশিক্ষনে প্রেরনের মাধ্যমে নিজ নিজ এলাকায় চাকুরির ব্যাবস্থা করা হয় ।
৬। বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষন যেমন, (১) অটোমেকানিক্স (২) রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনিং (৩) ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং (৪) মোবাইল ফোন সার্ভিসিং (৫)প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং (৬) ওয়েল্ডিং ৪ জি (৭) ম্যাশনারী এন্ড রড বান্ডিং (৮) কনস্ট্রাকশন পেন্টিং (৯) সেলাই ও ফ্যাশন ডিজাইন (১০) সোয়েটার নিটিং (১১) গার্মেন্টস (১২) আভি কারুপন্য (১৩) মটর ড্রাইভিং ইত্যাদি প্রশিক্ষনে প্রেরন করা হয় ।সফলভাবে এ ধরনের প্রশিক্ষন সমাপ্তকারীগন দেশে বিদেশে দক্ষ জনবল হিসেবে কাজের সুযোগ পেয়ে থাকেন ।
৭। প্রতিভা অন্বেষণ প্রশিক্ষনে প্রেরনের মাধ্যমে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হয়ে দেশে বিদেশে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অংশগ্রহনের সুযোগ পেয়ে থাকেন এবং অর্কেস্ট্রা ও ক্রীড়া বিভাগে চাকুরীর সুযোগ পেয়ে থাকেন ।
৮। প্রশিক্ষনপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যগন স্থানীয় ও জাতীয় নির্বাচন, ঈদ, পুজা এবং বিশেষ বিশেষ সময়ে রেলওয়ে ও দৌলতদিয়া ফেরী ঘাটে সরকারি বিধি মতাবেক ভাতার ভিত্তিতে আইন- শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সুযোগ পেয়ে থাকেন ।
৯। । চাহিদার ভিত্তিতে জেলার সরকারি-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় নিরাপত্তার দায়িত্বে অস্ত্রসহ কিংবা অস্ত্রবিহীন প্রশিক্ষনপ্রাপ্ত আনসার সদস্য মোতায়েন করা হয় । বর্তমানে ৭৯ জন অঙ্গীভূত আনসার সদস্য রাজবাড়ী জেলার সরকারি-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে ।
১০। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে ও জননিরাপত্তার জন্য যে কোন সময় যে কোন দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাজবাড়ীর সকল সদস্য সর্বদা প্রস্তুত ।
উল্লিখিত সেবা প্রাপ্তির জন্য জেলা কমান্ড্যান্টের কার্যালয়,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাজবাড়ী অথবা সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সরাসরি কিংবা নিন্মোক্ত টেলিফোন নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে ।
১। জেলা কমান্ড্যান্টের কার্যালয়,রাজবাড়ী ---------- --- - ০৬৪১৬৫৫১৫
২। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সদর ----------- ০৬৪১১৬৬৩৯৬
৩। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পাংশা ---------- ০৬৪২-৪৭৫০৫৬
৪। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বালিয়াকান্দি ----- ০৬৪২-২৫৬০০৬
৫। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গোয়ালন্দ -------০৬৪২-৩৫৬৩৬৯ ।
৬। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কালুখালি ------- ০১৭১১৮০০১৫৫ ।
ই-মেইলঃ dcrajbari@ansarvdp.gov.com
ফেসবুকঃ a. www.facebook.com/groups/dcrajbari
b. www.fb.com/ আনসার ভিডিপি,রাজবাড়ী Ansar VDP, Rajbari (পেজ)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS